জীবনের ভারসাম্য ফেরাতে মানসিক স্বাস্থ্যের পরিচর্যা!

আমরা মনে করি, সার্বিকভাবে সুস্থ থাকার জন্য মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক রোগীকে তার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আমাদের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী ও থেরাপিস্টরা যৌথভাবে কাজ করেন। আমরা ক্লিনিক্যাল সাইকোলজি, চাইল্ড সাইকোলজি, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ছাত্র/ছাত্রী কাউন্সেলিং পরিষেবা দিয়ে থাকি। এ ছাড়া আমরা নানা ধরনের মানসিক সমস্যা বিষয়ে কাজ করি। যার মধ্যে রয়েছে-

  • মনস্তাত্ত্বিক মূল্যায়ন এবং ওষুধ প্রদান
  • ব্যক্তিগত থেরাপি/কাউন্সেলিং
  • অ্যাঙ্কজাইটি ডিসঅর্ডার
  • বিষণ্ণতা (ডিপ্রেশন)
  • বাইপোলার ডিসঅর্ডার
  • সিজোফ্রেনিয়া
  • নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার
  • সাবস্ট্যান্স অ্যাবইউজ ও অ্যাডিকশন কাউন্সেলিং
  • স্ট্রেস এবং অ্যাঙ্গার ম্যানেজমেন্ট
  • অন্যান্য মানসিক স্বাস্থ্যগত অবস্থা

আমাদের আছে নিরাপদ ও বিশ্বস্ত পরিবেশ। মানসিক স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে আমরা গোপনীয়তা ও বিস্বস্ততার গুরুত্ব বুঝতে পারি।

আমরা একটি নিরাপদ ও গোপনীয় পরিবেশ নিশ্চিত করি। মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গোপনীয়তা ও ব্যাক্তিগত পরিচর্যার গুরুত্ব আমরা ভালোভাবে বুঝি। ব্র্যাক হেল্‌থকেয়ার-এ আপনি একটি নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশে আপনার ভাবনা ও উদ্যোগ নির্ভয়ে ও নিঃসংকোচে প্রকাশ করতে পারবেন। কোনরকম সমালোচনার ভয় ছাড়াই।

নীরবে থেকে কষ্ট পাবেন না, কিংবা মানসিক স্বাস্থ্যজনিত চ্যালেঞ্জগুলোকে আপনার পূর্ণ জীবন আপনার পথে বাধা হতে দিবেন না। মানসিক সুস্থতার এই যাত্রায় ব্র্যাক হেল্‌থকেয়ার হোক আপনার নির্ভরযোগ্য সহযাত্রী।