আমাদের উদ্দেশ্য ও প্রতিশ্রুতি
ব্র্যাক হেলথকেয়ার-এ আমরা বিশ্বাস করি:
স্বাস্থ্যসেবা শুধু অসুস্থতা বা আঘাতের চিকিৎসা নয় – এটি মানুষের যত্ন ও ভালোবাসার বিষয়। তাই আমাদের প্রতিটি সেবার মুল লক্ষ্য থাকে আপনার সুস্থতা। আমরা প্রতিনিয়ত অঙ্গীকার করছি রোগীকেন্দ্রিক সেবা প্রদান করতে, মানবিকতা দিয়ে আপনার পাশে থাকতে এবং প্রতিটি পদক্ষেপে স্নেহ ও শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে।
আমাদের অভিজ্ঞ মেডিকাল পেশাজীবীরা সকল রোগীকে সহানুভূতি, সহমর্মিতা এবং সম্মানের সঙ্গে সর্বোত্তম চিকিৎসাসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া আমরা রোগীদের জন্য আন্তরিক ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিতেও প্রতিশ্রুতিবদ্ধ।
লোগোর গল্প

ব্র্যাক হেল্থকেয়ার-এর মূলেই রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধার ছোঁয়া—যেন “ফরগেট মি নট” ফুলের মতোই। আমাদের লোগোয় থাকা পাঁচটি পাপড়ির এই ফুলটি আমাদের অঙ্গীকারের প্রতীক: রোগীদের সবসময় অগ্রধিকার দেওয়া এবং আমাদের সব কাজের কেন্দ্রে তাঁদের রাখাকে প্রতিফলন করে।
এই ফুল থেকে অনুপ্রাণিত হয়ে আমরা সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদানের চেষ্টা করি। যেখানে প্রকৃত যত্ন ও মমতার গুরুত্ব কখনই বিঘ্নিত হয়না। আমাদের কাছে রোগীরা শুধুই পরিসংখ্যান নন, বরং ভালবাসায় জড়ানো কিছু মানুষ যাদের আমরা ‘ফরগেট মি নট’ ফুলের পাপড়ির মতোই আগলে রাখি।