
৮৪০, কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, মিরপুর, ঢাকা ১২১৬
মঙ্গলবার, বুধবার ত্ত বৃহস্পতিবার
[সকাল ১১ঃ০০ টা - দুপুর ২ঃ০০ টা]
অ্যাপয়েন্টমেন্ট বুক করুনডা: ফাইজা জুলফিকার
বিডিএস (আরইউ), এমপিএইচ (নিপসম)
কনসালটেন্ট, ডেন্টাল সার্জারি
দন্তচিকিৎসা ও জনস্বাস্থ্যে সমন্বিত দক্ষতার অধিকারী ডা. ফাইজা জুলফিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে এমপিএইচ (হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি) সম্পন্ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত নিপসম থেকে।
ডেন্টাল চিকিৎসায় তার হাতেখড়ি ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে এক বছরের পোস্টগ্র্যাজুয়েট ট্রেনিং (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স)-এর মাধ্যমে। বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালনের পর তিনি নিপসমে এমপিএইচ কোর্সে যোগদান করেন। দন্তরোগ নির্ণয়ে আধুনিক পদ্ধতির নিয়মিত আপডেট এবং রোগীবান্ধব সেবা প্রদানে তিনি বিশেষভাবে সমাদৃত।