ঔষধের জন্য আপনার বিশ্বস্ত সহযোগী

ব্র্যাক হেল্‌থকেয়ার-এ রয়েছে সরকার নিবন্ধিত মডেল ফার্মেসি, যেখানে সাশ্রয়ীমূল্যে নিরাপদ ও সঠিক মানের ঔষধ বিক্রি করা হয়। ক্রেতার কাছে ঔষধ বিক্রির জন্য ফার্মেসিতে রয়েছেন নিবন্ধিত ফার্মাসিস্ট। ব্র্যাক হেলথকেয়ার ফার্মেসি আপনাদের নিরাপদ ও সর্বোচ্চ মানের ওষুধ পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার সুস্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে আমরা যেভাবে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করি-

  • সব ধরনের গুণগত মানসম্পন্ন ঔষধ, ইনসুলিন, ভ্যাকসিন, শিশুখাদ্য এবং নন-মেডিকেল পণ্য পাওয়া যায়
  • ঔষধ ও ইনসুলিন বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) অনুমোদিত নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করা হয় বলে সঠিক কার্যকারিতা এবং ঔষধের গুণগত মান বজায় থাকে।
  • সব ধরনের ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে সংগ্রহ করা হয়। ফলে নকল বা ভেজালের কোনো সুযোগ নেই।
  • মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ঔষধ রাখা হয় না। ফলে ঔষধ সেবনে কার্যকর ফল পাবেন।
  • রোগীরা যাতে নির্ধারিত সময়ে সঠিক মাত্রায় সঠিক ঔষধ সেবন করেন, সে বিষয়ে আমরা রোগীদের প্রেসক্রিপশন সংক্রান্ত কাউন্সেলিং পরিষেবা প্রদান করি।

ঔষধের চাহিদা পূরণে আমরা আপনার বিশ্বস্ত সহযোগী হতে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনাদের সুস্বাস্থ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে আমরা সর্বোচ্চমানের ফার্মেসি পরিষেবা প্রদান করি। আমাদের রয়েছে প্রশিক্ষিত ফার্মাসিস্ট, সুবিধাজনক গ্রাহক পরিষেবা এবং ঔষধ বিষয়ে কাউন্সেলিং ব্যবস্থা। 

আমাদের ফার্মেসি হটলাইন নম্বর:

  • ০১৩২১২১১২৮৮ (কাজীপাড়া)
  • ০১৩২১২১১০২০ (উত্তরা)
  • ০১৩২১২১২১২৮৮ (সিদ্ধেশ্বরী)